বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইতিহাস জানাতে নন্দীগ্রাম পৌরসভার প্রদর্শনী 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইতিহাস জানাতে নন্দীগ্রাম পৌরসভার প্রদর্শনী 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ইতিহাস তরুণ প্রজন্ম ও জনসাধারণকে জানাতে বগুড়ার নন্দীগ্রামে বিশেষ প্রদর্শনী করা হয়েছে। 

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার ব্যবস্থাপনায় সদরের বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার রাত ৮টায় প্রদর্শনী দেখতে আসেন জনসাধারণ। এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌর আ.লীগের সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান ফিরোজ, যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা আ.লীগ নেতা আব্দুল বারীক, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমানসহ দলীয় নেতারা। 

টিএইচ