বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইতিহাস জানাতে নন্দীগ্রাম পৌরসভার প্রদর্শনী 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইতিহাস জানাতে নন্দীগ্রাম পৌরসভার প্রদর্শনী 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ইতিহাস তরুণ প্রজন্ম ও জনসাধারণকে জানাতে বগুড়ার নন্দীগ্রামে বিশেষ প্রদর্শনী করা হয়েছে। 

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার ব্যবস্থাপনায় সদরের বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার রাত ৮টায় প্রদর্শনী দেখতে আসেন জনসাধারণ। এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌর আ.লীগের সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান ফিরোজ, যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা আ.লীগ নেতা আব্দুল বারীক, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমানসহ দলীয় নেতারা। 

টিএইচ